|
প্রাইম ইউনিভার্সিটিতে ’৭১ এর যুদ্ধশিশু: অবিদিত ইতিহাস’ শীর্ষক সেমিনার
১৩ মার্চ ২০১৯ তারিখে প্রাইম ইউনিভার্সিটির সেমিনার কক্ষে ’৭১ এর যুদ্ধশিশু: অবিদিত ইতিহাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রাইম ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ এইচআরডি এন্ড পাবলিকেশন্স কর্তৃক আয়োজিত উক্ত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ’৭১ এর যুদ্ধশিশু: অবিদিত ইতিহাস’ বইয়ের লেখক মুস্তফা চৌধুরী, ফ্রিল্যান্স রিসার্চার, সাবেক কর্মকর্তা, ফেডেরাল গর্ভনমেন্ট অব কানাডা । উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ আলী এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী। সেমিনারে মীর শাহাবুদ্দিন চেয়ারম্যান, গভর্নিং কাউন্সিল, সিআরএইচপি, প্রফেসর ড. এ এস এ নূর, ডীন, প্রকৌশল অনুষদ, প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ডীন ব্যবসায় অনুষদ, ক্যাপ্টেন এম এ জব্বার, বিএন (অবঃ), রেজিস্ট্রার, মোঃ নূর হোসেন তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের মূল বক্তা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নারীর প্রতি যে যৌন সহিংসতা সংঘটিত হয় তার ফলশ্রুতিতে যে সকল শিশু জন্মগ্রহণ করে, পরিত্যক্ত হয় এবং দত্তক হিসেবে কানাডায় চলে যায় তাদের এ দীর্ঘ পথযাত্রা এবং বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ে এ বিষয়টির উপরে গবেষণা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের পক্ষে তার অভিমত ব্যক্ত করেন। যৌন সহিংসতার শিকার ও যুদ্ধশিশুদের বিষয়ে আলোচনা করা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আমাদের বর্তমান সামাজিক অবস্থায় একটি অত্যন্ত কঠিন কাজ হলেও, বিষয়টি আমাদের জাতীয় স্বাধীনতার সাথে সংশ্লিষ্ট হওয়ায় এর প্রতি আমাদের সকলের সবিশেষ গুরুত্ব প্রদান করা একান্ত প্রয়োজন।
|
|